Anti Corruption Foundation West Bengal . UDYAM-WB-10-0173770 . Registered Organization : MSME ( Government of India ) Office : Newtown, Kolkata - 700157 . Corp-Residing : Garia, Kolkata - 700094 . Website : www.acfwb.in . Help Line : 9477763792 . Anti Corruption Foundation ( ACF WB ) is a government-recognized social organization registered under MSME, Government of India, dedicated to establishing transparency, accountability, and ethical governance across West Bengal. Our mission — to fight corruption at every level of society, empower citizens through awareness, and support initiatives that promote integrity and justice. Through research, awareness programs, and active community participation, we aim to build a corruption-free society where honesty becomes the foundation of every action. Official Uniform Policy & Internal Rules of Anti Corruption Foundation WB: “By-Laws / Guidelines / Internal Rule” Official Uniform: - Navy blue shirt and trouser - Black shoes and black belt - Black nameplate with white text - Silver ‘ACF’ badges on both sides of the collar - Official logo on the right sleeve These rules apply to all members, officers, and employees.

Sunday, November 23, 2025

অফিসার / কোঅর্ডিনেটর / ভলেন্টিয়ার /মেম্বার —প্রত্যেক পদের জন্য আলাদা আলাদা রুল, ডিউটি ও দায়িত্ব :




Tuesday, November 18, 2025

আমরা জরুরি ভিত্তিতে দুর্নীতির প্রতিটি ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করি।




♦️ What We Do

Anti Corruption Foundation West Bengal (ACFWB) সমাজকে দুর্নীতিমুক্ত, নিরাপদ ও স্বচ্ছ করে গড়ে তোলার লক্ষ্যে সমস্ত ধরনের দুর্নীতির বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

আমরা জরুরি ভিত্তিতে দুর্নীতির প্রতিটি ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করি।

স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন এজেন্সিকে সহযোগিতা করি—

যাতে অপরাধী চক্র, সংগঠিত গ্যাং, র‌্যাকেট, চোরাচালান চক্র এবং আইনের অপব্যবহারকারীদের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা যায়।

♦️ আমরা দুর্নীতির তথ্য প্রদান করি—

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ্যমন্ত্রী, প্রধান বিচারপতি, লোকসভা স্পিকার, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, ইনকাম ট্যাক্স, ভিজিল্যান্স, ক্রাইম ব্রাঞ্চ, CBI, IB, CID, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, সিনিয়র সাংবাদিক, পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরসমূহকে।

♦️ Who We Are

Anti Corruption Foundation West Bengal একটি নিবেদিত সামাজিক সংস্থা, যেখানে রয়েছে অভিজ্ঞ প্যানেল অ্যাডভোকেট, সমাজকর্মী এবং মানবাধিকার সংরক্ষণে অঙ্গীকারবদ্ধ একটি যোগ্য দল।

সংস্থাটি Ministry of MSME এবং IT ACT 2000 - এর অধীনে নিবন্ধিত।

REGD. NO – UDYAM-WB-10-0173770

♦️ আমাদের মূল লক্ষ্য—

▪️ সবার জন্য ন্যায়বিচার !

▪️ সমাজের অর্থনৈতিক দুর্বল জনগোষ্ঠীর upliftment. 

▪️ শিক্ষা, ভালোবাসা, শান্তি, সম্প্রীতি ও মানবিকতা !

▪️ জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সুষ্ঠু সম্পর্ক, বন্ধুত্ব ও সৌহার্দ্য গড়ে তোলা !

▪️ মানবাধিকার রক্ষা, স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক প্রশাসন প্রতিষ্ঠা !

▪️ দুর্নীতি কমিয়ে ন্যায়সঙ্গত উন্নয়নের সুযোগ করে দেওয়া !

▪️ ভারতবর্ষের প্রতিটি কোণে ন্যায়, স্বচ্ছতা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়া !

Anti Corruption Foundation West Bengal প্রতিষ্ঠিত হয়েছে মানুষের অধিকার রক্ষা, দুর্নীতি বিরোধী সচেতনতা, সেমিনার ও সামাজিক উদ্যোগের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, স্বচ্ছ ও অংশগ্রহণমূলক সমাজ গড়ে তোলার লক্ষ্য নিয়ে।

♦️ CONTACT FOR MEMBERSHIP

𝗣𝗿𝗼𝘀𝗲𝗻𝗷𝗶𝘁 𝗖𝗵𝗼𝘄𝗱𝗵𝘂𝗿𝘆 ( 𝗔𝗖𝗙 𝗗𝗶𝗿𝗲𝗰𝘁𝗼𝗿 𝗪𝗕 )

𝟵𝟰𝟳𝟳𝟳𝟲𝟯𝟳𝟵𝟮 // 𝟴𝟮𝟳𝟰𝟬𝟰𝟲𝟯𝟯𝟬


Saturday, November 8, 2025

আমরা বিশ্বাস করি, “একজন সৎ নাগরিকই পারে একটি দুর্নীতিমুক্ত ভারত গড়তে।”



দুর্নীতি আজ আমাদের সমাজের অন্যতম বড় সমস্যা। এটি শুধু প্রশাসনিক ব্যবস্থার নয়, সাধারণ মানুষের জীবনেও গভীর প্রভাব ফেলছে। “Corruption Free India” — এই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যে Anti Corruption Foundation West Bengal (ACF WB) অবিরাম কাজ করে যাচ্ছে।

আমাদের লক্ষ্য একটি ন্যায়নিষ্ঠ, স্বচ্ছ ও জবাবদিহিতামূলক সমাজ গঠন করা, যেখানে সরকারি ও বেসরকারি সমস্ত স্তরে সততা এবং দায়িত্ববোধের মূল্যায়ন হবে।

এই লক্ষ্যে আমরা সচেতনতা অভিযান, অভিযোগ গ্রহণ ও সহায়তা, এবং আইনি পরামর্শমূলক কার্যক্রম পরিচালনা করি।

♦️প্রধান উদ্দেশ্যসমূহ :

1. সমাজে দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধি।

2. সরকারি-বেসরকারি দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা।

3. সৎ নাগরিকদের সাহস যোগানো এবং দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে উৎসাহিত করা।

4. আইনি সহায়তা ও সঠিক তথ্য প্রদান করা।

আমরা বিশ্বাস করি, “একজন সৎ নাগরিকই পারে একটি দুর্নীতিমুক্ত ভারত গড়তে।”

সকল নাগরিকের সম্মিলিত প্রচেষ্টাই পারে এই দেশকে প্রকৃত অর্থে Corruption Free India তে পরিণত করতে।



Anti Corruption Foundation West Bengal 

🌐 www.acfwb.in

অফিসার / কোঅর্ডিনেটর / ভলেন্টিয়ার /মেম্বার —প্রত্যেক পদের জন্য আলাদা আলাদা রুল, ডিউটি ও দায়িত্ব :

ANTI CORRUPTION FOUNDATION WEST BENGAL – এর অফিসার / কোঅর্ডিনেটর / ভলেন্টিয়ার /মেম্বার —প্রত্যেক পদের জন্য আলাদা আলাদা রুল, ডিউটি ও দায়িত্...